Sokhi Bhabona Kahare (সখী, ভাবনা কাহারে বলে) - Rabindra Sangeet |
সখী, ভাবনা কাহারে বলে।
সখী, যাতনা কাহারে বলে।
তােমরা যে বলাে দিবস-রজনী 'ভালােবাসা' 'ভালােবাসা'-
সখী, ভালােবাসা কারে কয় !
সে কি কেবলই যাতনাময়।
সে কি কেবলই চোখের জল ? সে কি কেবলই দুখের শ্বাস?
লােকে তবে করে কী সুখেরই তরে এমন দুখের আশ।
আমার চোখে তাে সকলই শোভন,
সকলই নবীন, সকলই বিমল,
সুনীল আকাশ, শ্যামল কানন,
বিশদ জোছনা, কুসুম কোমল সকলই আমার মতাে।
তারা কেবলই হাসে, কেবলই গায়,
হাসিয়া খেলিয়া মরিতে চায়-
না জানে বেদন, না জানে রোদন, না জানে সাধের যাতনা যত।
ফুল সে হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া মিলায়ে যায়,
হাসিতে হাসিতে আলােকসাগরে আকাশের তারা তেয়াগে কায়।
আমার মতন সুখী কে আছে।
আয় সখী, আয় আমার কাছে-
সুখী হৃদয়ের সুখের গান
শুনিয়া তােদের জুড়াবে প্রাণ।
প্রতিদিন যদি কাঁদিবি কেবল একদিন নয় হাসিবি তােরা-
একদিন নয় বিষাদ ভুলিয়া সকলে মিলিয়া গাহিব মােরা ।।