![]() |
Tomader Daan Jasher Daalay (তােমাদের দান যশের ডালায় সব-শেষ সঞ্চয় আমার) - Rabindra Sangeet |
তােমাদের দান যশের ডালায় সব-শেষ সঞ্চয় আমার-
নিতে মনে লাগে ভয় ।।
এই রূপলােকে কবে এসেছিনু রাতে,
গেঁথেছিনু মালা ঝ'রে-পড়া পারিজাতে,
আঁধারে অন্ধ- এ যে গাঁথা তারি হাতে-
কী দিল এ পরিচয় ।
এরে পরাবে কি কলালক্ষ্মীর গলে
সাতনরী হারে যেথায় মানিক জ্বলে ।
একদা কখন অমরার উৎসবে
प্লান ফুলদল খসিয়া পড়িবে কবে,
এ আদর যদি লজ্জার পরাভবে
সে দিন মলিন হয় ।।