![]() |
Tomar Mohano Rupe Ke (তােমার মােহন রূপে কে রয় ভুলে) - Rabindra Sangeet |
তােমার মােহন রূপে কে রয় ভুলে।
জানি না কি মরণ নাচে, নাচে গাে ওই চরণমূলে ।।
শরৎআলাের আঁচল টুটে কিসের ঝলক নেচে উঠে,
ঝড় এনেছ এলােচুলে ।।
কাঁপন ধরে বাতাসেতে-
পাকা ধানের তরাস লাগে, শিউরে ওঠে ভরা ক্ষেতে।
জানি গাে আজ হাহারবে তােমার পূজা সারা হবে
নিখিল অশ্রু-সাগর কূলে ।।