![]() |
Tomar Moner Ekti Katha (তােমার মনের একটি কথা আমায় বলাে বলাে) - Rabindra Sangeet |
তােমার মনের একটি কথা আমায় বলাে বলাে
তােমার নয়ন কেন এমন ছলােছলো ॥
বনের 'পরে বৃষ্টি ঝরে ঝরাে ঝরো রবে।
সন্ধ্যা মুখরিত ঝিল্লিস্বরে নীপকুঞ্জতলে।
শালের বীথিকায় বারি বহে যায় কলােকলাে ॥
আজি দিগন্তসীমা
বৃষ্টি-আড়ালে হারানাে নীলিমা হারালাে-
ছায়া পড়ে তােমার মুখের 'পরে
ছায়া ঘনায় তব মনে মনে ক্ষণে ক্ষণে,
অশ্রমন্থর বাতাসে বাতাসে তােমার হৃদয় টলোটলাে ॥