![]() |
Tumi Jaano Ogo Antarjaami (তুমি জানাে, ওগাে অন্তর্যামী) - Rabindra Sangeet |
পথে পথেই মন ফিরালেম আমি ॥
ভাবনা আমার বাঁধল নাকো বাসা,
কেবল তাদের স্রোতের 'পরেই ভাসা-
তবু আমার মনে আছে আশা,
তােমার পায়ে ঠেকবে তারা স্বামী॥
টেনেছিল কতই কান্নাহাসি,
বারে বারেই ছিন্ন হল ফাঁসি।
শুধায় সবাই হতভাগ্য ব'লে,
"মাথা কোথায় রাখবি সন্ধ্যা হলে।'
জানি জানি নামবে তােমার কোলে
আপনি যেথায় পড়বে মাথা নামি ॥