![]() |
Tumi Je Surer Aagun (তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মাের প্রাণে) - Rabindra Sangeet |
তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মাের প্রাণে,
এ আগুন ছড়িয়ে গেল সব খানে ।।
যত সব মরা গাছের ডালে ডালে
নাচে আগুন তালে তালে রে,
আকাশে হাত তােলে সে কার পানে ।।
আঁধারের তারা যত অবাক্ হয়ে রয় চেয়ে,
কোথাকার পাগল হাওয়া বয় ধেয়ে।
নিশীথের বুকের মাঝে এই-যে অমল
উঠল ফুটে স্বর্ণকমল রে,
আগুনের কী গুণ আছে কে জানে ।।