Tumi Kaachhe Naai Bole (তুমি কাছে নাই ব'লে হেরো, সখা, তাই) - Rabindra Sangeet

Tumi Kaachhe Naai Bole (তুমি কাছে নাই ব'লে হেরো, সখা, তাই) - Rabindra Sangeet
Tumi Kaachhe Naai Bole (তুমি কাছে নাই ব'লে হেরো, সখা, তাই) - Rabindra Sangeet

তুমি কাছে নাই ব'লে হেরো, সখা, তাই
'আমি বড়াে' 'আমি বড়াে' বলিছে সবাই।
(সবাই বড়াে হল হে।
সবার বড়ো কাছে নেই ব'লে সবাই বড়াে হল হে।
তােমায় দেখি নে ব'লে তােমায় পাই নে ব'লে,
সবাই বড়াে হল হে।)
নাথ, তুমি একবার এসাো হাসিমুখে,
এরা ম্লান হয়ে যাক তােমার সম্মুখে।
(লাজে ম্লান হাক হে।
আমারে যারা ভুলায়েছিল লাজে ম্লান হােক হে।
তােমারে যারা ঢেকেছিল লাজে ম্লান হােক হে।)
কোথা তব প্রেমমুখ, বিশ্ব-ঘেরা হাসি-
আমারে তােমার মাঝে করাে গাে উদাসী।
(উদাস করাে হে, তােমার প্রেমে-
তােমার মধুর রূপে উদাস করাে হে।)
ক্ষুদ্র আমি করিতেছে বড়াে অহঙ্কার-
ভাঙো ভাঙো ভাঙোে, নাথ, অভিমান তার।
( অভিমান চূর্ণ করাে হে।
তােমার পদতলে মান চূর্ণ করাে হে-
পদানত ক'রে মান চূর্ণ করাে হে।)

Aamar Hridayosomudrotire (আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে) - Rabindra Sangeet

Aamar Hridayosomudrotire (আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে) - Rabindra Sangeet আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে ! কাতর পরান...

Popular Posts