![]() |
Tumi Kemon Kore Gaan (তুমি কেমন করে গান কর হে গুণী) - Rabindra Sangeet |
তুমি কেমন করে গান কর হে গুণী,
আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি ।।
সুরের আলাে ভুবন ফেলে ছেয়ে,
সুরের হাওয়া চলে গগন বেয়ে,
পাষাণ টুটে ব্যাকুল বেগে ধেয়ে,
বহিয়া যায় সুরের সুরধুনী ।।
মনে করি অমনি সুরে গাই,
কণ্ঠে আমার সুর খুঁজে না পাই।
কইতে কী চাই, কইতে কথা বাধে;
হার মেনে যে পরান আমার কাঁদে;
আমায় তুমি ফেলেছ কোন্ ফাঁদে
চৌদিকে মাের সুরের জাল বুনি।।