![]() |
Bajre Tomaar Baaje Bnaashi (বজ্রে তােমার বাজে বাঁশি, সেকি সহজ গান) - Rabindra Sangeet |
বজ্রে তােমার বাজে বাঁশি, সেকি সহজ গান!
সেই সুরেতে জাগব আমি, দাও মােরে সেই কান ৷।
আমি ভুলব না আর সহজেতে, সেই প্রাণে মন উঠবে মেতে
মৃত্যু-মাঝে ঢাকা আছে যে অন্তহীন প্রাণ ।।
সে ঝড় যেন সই আনন্দে চিত্তবীণার তারে
সপ্তসিন্ধু দশদিগন্ত নাচাও যে ঝঙ্কারে।
আরাম হতে ছিন্ন ক'রে সেই গভীরে লও গাে মােরে
অশান্তির অন্তরে যেথায় শান্তি সুমহান ।।