![]() |
Bajromanik Diye Gnaatha (বজ্রমানিক দিয়ে গাঁথা, আষাঢ় তােমার মালা) - Rabindra Sangeet |
তােমার শ্যামল শােভার বুকে বিদ্যুতেরই জ্বালা॥
তােমার মন্ত্রবলে পাষাণ গলে, ফসল ফলে-
মরু বহে আনে তােমার পায়ে ফুলের ডালা ।।
মরোমরাে পাতায় পাতায় ঝরােঝরাে বারির রবে
গুরুগুরু মেঘের মাদল বাজে তােমার কী উৎসবে।
সবুজ সুধার ধারায় প্রাণ এনে দাও তপ্ত ধারায়,
বামে রাখ ভয়ঙ্করী বন্যা মরণ-ঢালা ।।
Bajromanik Diye Gnaatha (বজ্রমানিক দিয়ে গাঁথা, আষাঢ় তােমার মালা) - Rabindra Sangeet
Bajromanik Diye Gnaatha (বজ্রমানিক দিয়ে গাঁথা, আষাঢ় তােমার মালা) - Rabindra Sangeet