![]() |
| Baro Bedonar Moto (বড়াে বেদনার মতাে বেজেছ তুমি হে আমার প্রাণে) - Rabindra Sangeet |
বড়াে বেদনার মতাে বেজেছ তুমি হে আমার প্রাণে,
মন যে কেমন করে মনে মনে তাহা মনই জানে।।
তােমারে হৃদয়ে ক'রে আছি নিশিদিন ধ'রে,
চেয়ে থাকি আঁখি ভ'রে মুখের পানে।।
বড়াে আশা, বড়াে তৃষা, বড়াে আকিঞ্চুন তােমারি লাগি।
বড়াে সুখে, বড়াে দুখে, বড়াে অনুরাগে রয়েছি জাগি।
এ জন্মের মতাে আর হয়ে গেছে যা হবার,
ভেসে গেছে মন প্রাণ মরণ টানে।৷
Baro Bedonar Moto (বড়াে বেদনার মতাে বেজেছ তুমি হে আমার প্রাণে) - Rabindra Sangeet
Baro Bedonar Moto (বড়াে বেদনার মতাে বেজেছ তুমি হে আমার প্রাণে) - Rabindra Sangeet
