![]() |
| Baro Bishmayo Laage (বড়াে বিস্ময় লাগে হেরি তােমারে) - Rabindra Sangeet |
বড়াে বিস্ময় লাগে হেরি তােমারে।
কোথা হতে এলে তুমি হৃদিমাঝারে।।
ওই মুখ ওই হাসি কেন এত ভালােবাসি,
কেন গাে নীরবে ভাসি অশ্রুধারে ।।
তােমারে হেরিয়া যেন জাগে স্মরণে
তুমি চিরপুরাতন চিরজীবনে।
তুমি না দাঁড়ালে আসি হৃদয়ে বাজে না বাঁশি-
যত আলাে যত হাসি ডুবে আঁধারে ।।
