Basanta Aawala Re (বসন্ত আওল রে) - Rabindra Sangeet

Basanta Aawala Re (বসন্ত আওল রে) - Rabindra Sangeet
Basanta Aawala Re (বসন্ত আওল রে) - Rabindra Sangeet

মধুকর গুন গুন, অমুয়ামঞ্জরী কানন ছাওল রে।
শুন শুন সজনী হৃদয় প্রাণ মম হরখে আকুল ভেল,
জর জর রিঝসে দুঃখদহন সব দূর দূর চলি গেল।
মরমে বহই বসন্তসমীরণ, মরমে ফুটই ফুল,
মরমকুঞ্জ-'পর বােলই কুহু কুহু অহরহ কোকিলকুল।
সখি রে, উচ্ছল প্রেমভরে অব ঢলঢল বিহ্বল প্রাণ,
মুগ্ধ নিখিলমন দক্ষিণপবনে গায় রভসরসগান!
বসন্তভূষণভূষিত ক্রিভুবন কহিছে- দুখিনী রাধা,
কঁহি রে সাে প্রিয়, কঁহি সাে প্রিয়তম, হৃদিবসন্ত সাে মাধা !
ভানু কহে - অতি গহন রয়ন অব, বসন্তসমীরশ্বাসে
মােদিত বিহ্বল চিত্তকুঞ্জতল ফুল্ল বাসনা-বাসে।।


Aamar Hridayosomudrotire (আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে) - Rabindra Sangeet

Aamar Hridayosomudrotire (আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে) - Rabindra Sangeet আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে ! কাতর পরান...

Popular Posts