![]() |
Biraso Din Biralo Kaaj (বিরস দিন বিরল কাজ, প্রবল বিদ্রোহে) - Rabindra Sangeet |
বিরস দিন বিরল কাজ, প্রবল বিদ্রোহে
এসেছ প্রেম, এসেছ আজ কী মহা সমারোহে ।।
একেলা রই অলসমন, নীরব এই ভবনকোণ,
ভাঙিলে দ্বার কোন সে ক্ষণ অপরাজিত ওহে ।।
কানন-'পর ছায়া বুলায়, ঘনায় ঘনঘটা।
গঙ্গা যেন হেসে দুলায় ধূর্জটির জটা।
যেথা যে রয় ছাড়িল পথ, ছুটালে ওই বিজয়রথ,
আঁখি তােমার তড়িতবৎ ঘনঘুমের মােহে ৷।