![]() |
Buk Je Phete Jaay (বুক যে ফেটে যায়, হায় হায় রে) - Rabindra Sangeet |
বুক যে ফেটে যায়, হায় হায় রে।
তাের তরুণ জীবন দিলি নিষ্কারণে
মৃত্যুপিপাসিনীর পায় রে।
ওরে সখা,
মধুর দুর্লভ যৌবনধন ব্যর্থ করিলি
কেন অকালে
পুষ্পবিহীন গীতিহারা মরণমরুর পারে-
ওরে সখা।।