![]() |
Aaji Shraabonghanogahon (আজি শ্রাবণঘনগহন মােহে গােপন তব চরণ ফেলে) - Rabindra Sangeet |
আজি শ্রাবণঘনগহন মােহে গােপন তব চরণ ফেলে
নিশার মতাে, নীরব ওহে, সবার দিঠি এড়ায়ে এলে।
প্রভাত আজি মুদেছে আঁখি, বাতাস বৃথা যেতেছে ডাকি,
নিলাজ নীল আকাশ ঢাকি নিবিড় মেঘ কে দিল মেলে ॥
কূজনহীন কাননভূমি, দুয়ার দেওয়া সকল ঘরে-
একেলা কোন্ পথিক তুমি পথিকইীন পথের 'পরে।
হে একা সখা, হে প্রিয়তম,রয়েছে খােলা এ ঘর মম,
সমুখ দিয়ে স্বপনসম যেয়াে না মোরে হেলায় ঠেলে ॥