![]() |
Aaji Sharototapone Probhat (আজি শরততপনে প্রভাতস্বপনে কী জানি পরান কী যে চায়) - Rabindra Sangeet |
আজি শরততপনে প্রভাতস্বপনে কী জানি পরান কী যে চায়।
ওই শেফালির শাখে কী বলিয়া ডাকে বিহগ বিহগী কী যে গায় গাে ॥
আজি মধুর বাতাসে হৃদয় উদাসে, রহে না আবাসে মন হায়-
কোন্ কুসুমের আশে কোন্ ফুলবাসে সুনীল আকাশে মন ধায় গাে ॥
আজি কে যেন গাে নাই, এ প্রভাতে তাই জীবন বিফল হয় গাে-
তাই চারি দিকে চায়, মন কেঁদে গায় 'এ নহে, এ নহে, নয় গাে' ।
কোন্ স্বপনের দেশে আছে এলােকেশে কোন্ ছায়াময়ী অমরায়।
আজি কোন্ উপবনে, বিরহবেদনে আমারি কারণে কেঁদে যায় গাে॥
আজি যদি গাঁথি গান অথিরপরান, সে গান শুনাব কারে আর।
আমি যদি গাঁথি মালা লয়ে ফুলডালা, কাহারে পরাব ফুলহার ॥
আমি আমার এ প্রাণ যদি করি দান, দিব প্রাণ তবে কার পায়।
সদা ভয় হয় মনে পাছে অযতনে মনে মনে কেহ ব্যথা পায় গো ॥