Daao Hey Aamar (দাও হে আমার ভয় ভেঙে দাও) - Rabindra Sangeet |
দাও হে আমার ভয় ভেঙে দাও।
আমার দিকে ও মুখ ফিরাও ।।
কাছে থেকে চিনতে নারি, কোন্ দিকে যে কী নেহারি,
তুমি আমার হৃদৃবিহারী হৃদয়পানে হাসিয়া চাও ।।
বলাে আমায় বলাে কথা,গায়ে আমার পরশ করাে।
দক্ষিণ হাত বাড়িয়ে দিয়ে আমায় তুমি তুলে ধরাে।
যা বুঝি সব ভুল বুঝি হে, যা খুঁজি সব ভুল খুঁজি হে-
হাসি মিছে,কান্না মিছে,সামনে এসে এ ভুল ঘুচাও।।
Daao Hey Aamar (দাও হে আমার ভয় ভেঙে দাও) - Rabindra Sangeet
Daao Hey Aamar (দাও হে আমার ভয় ভেঙে দাও) - Rabindra Sangeet