Ebaar Bidayabalar Sur (এবার বিদায়বেলার সুর ধরাে ধরাে ও চাঁপা ও করবী) - Rabindra Sangeet |
এবার বিদায়বেলার সুর ধরাে ধরাে,ও চাঁপা, ও করবী!
তােমার শেষ ফুলে আজ সাজি ভরাে।।
যাবার পথে আকাশতলে মেঘ রাঙা হল চোখের জলে,
ঝরে পাতা ঝরাে ঝরাে ।।
হেরাে হেরাে ওই রুদ্র রবি
স্বপ্ন ভাঙায় রক্তছবি।
খেয়াতরীর রাঙা পালে আজ লাগল হাওয়া ঝড়ের তালে,
বেণুবনের ব্যাকুল শাখা থরোথরো ॥
Ebaar Bidayabalar Sur (এবার বিদায়বেলার সুর ধরাে ধরাে ও চাঁপা ও করবী) - Rabindra Sangeet
Ebaar Bidayabalar Sur (এবার বিদায়বেলার সুর ধরাে ধরাে ও চাঁপা ও করবী) - Rabindra Sangeet