E Andhokar Dubao (এ অন্ধকার ডুবাও তােমার অতল অন্ধকারে) - Rabindra Sangeet |
এ অন্ধকার ডুবাও তােমার অতল অন্ধকারে
ওহে অন্ধকারের স্বামী।
এসাে নিবিড়, এসাে গভীর, এসাে জীবন-পারে
আমার চিত্তে এসাে নামি।
এ দেহ মন মিলায়ে যাক, হইয়া যাক হারা
ওহে অন্ধকারের স্বামী।
বাসনা মাের, বিকৃতি মাের, আমার ইচ্ছাধারা
ওই চরণে যাক থামি।
নির্বাসনে বাঁধা আছি দুর্বাসনার ডােরে
ওহে অন্ধকারের স্বামী।
সব বাঁধনে তােমার সাথে বন্দী করো মোরে-
ওহে, আমি বাঁধন-কামী।
আমার প্রিয়, আমার শ্রেয়, আমার হে পরম,
ওহে অন্ধকারের স্বামী,
সকল ঝ'রে সকল ভ'রে আসুক সে চরম-