![]() |
Ekhono Aandhar Royechhe (এখনাে আঁধার রয়েছে হে নাথ) - Rabindra Sangeet |
এখনাে আঁধার রয়েছে হে নাথ-
এ প্রাণ দীন মলিন, চিত অধীর,
সব শূন্যময় ॥
চারি দিকে চাহি, পথ নাহি নাহি-
শান্তি কোথা, কোথা আলয় ?
কোথা তাপহারী পিপাসার বারি-
হৃদয়ের চির-আশ্রয় ?।