![]() |
Ekhono Ghor Bhaange Na (এখনাে ঘাের ভাঙে না তাের যে মেলে না তাের আঁখি) - Rabindra Sangeet |
এখনাে ঘাের ভাঙে না তাের যে, মেলে না তাের আঁখি,
কাঁটার বনে ফুল ফুটেছে রে জানিস নে তুই তা কি।
ওরে অলস, জানিস নে তুই তা কি?
জাগাে এবার জাগাে,বেলা কাটাস না গাে ।।
কঠিন পথের শেষে কোথায় অগম বিজন দেশে
ও সেই বন্ধু আমার একলা আছে গাে, দিস নে তারে ফাঁকি ৷।
প্রথম রবির তাপে নাহয় শুষ্ক গগন কাঁপে,
নাহয় দগ্ধ বালু তপ্ত আঁচলে দিক চারি দিক ঢাকি-
পিপাসাতে দিক চারি দিক ঢাকি।
মনের মাঝে চাহি দেখ রে আনন্দ কি নাহি।
পথে পায়ে পায়ে দুখের বাঁশরি বাজবে তােরে ডাকি-
মধুর সুরে বাজবে তােরে ডাকি ॥
Ekhono Ghor Bhaange Na (এখনাে ঘাের ভাঙে না তাের যে মেলে না তাের আঁখি) - Rabindra Sangeet
Ekhono Ghor Bhaange Na (এখনাে ঘাের ভাঙে না তাের যে মেলে না তাের আঁখি) - Rabindra Sangeet