Jaa Haariye Jaay Taa (যা হারিয়ে যায় তা আগলে ব'সে রইব কত আর) - Rabindra Sangeet

Jaa Haariye Jaay Taa (যা হারিয়ে যায় তা আগলে ব'সে রইব কত আর) - Rabindra Sangeet
Jaa Haariye Jaay Taa (যা হারিয়ে যায় তা আগলে ব'সে রইব কত আর) - Rabindra Sangeet

যা হারিয়ে যায় তা আগলে ব'সে রইব কত আর ?
আর পারি নে রাত জাগতে, হে নাথ, ভাবতে অনিবার ॥
আছি রাত্রিদিবস ধ'রে দুয়ার আমার বন্ধ ক'রে,
আসতে যে চায় সন্দেহে তায় তাড়াই বারে বার ॥
তাই তাে কারাে হয় না আসা আমার একা ঘরে।
আনন্দময় ভুবন তােমার বাইরে খেলা করে।
তুমিও বুঝি পথ নাহি পাও, এসে এসে ফিরিয়া যাও -
রাখতে যা চাই রয় না তাও, ধুলায় একাকার ॥

Aamar Hridayosomudrotire (আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে) - Rabindra Sangeet

Aamar Hridayosomudrotire (আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে) - Rabindra Sangeet আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে ! কাতর পরান...

Popular Posts