![]() |
| Ja Peyechhi Prothom Dine (যা পেয়েছি প্রথম দিনে সেই যেন পাই শেষে) - Rabindra Sangeet |
যা পেয়েছি প্রথম দিনে সেই যেন পাই শেষে,
দু হাত দিয়ে বিশ্বেরে ছুঁই শিশুর মতাে হেসে ।।
যাবার বেলা সহজেরে
যাই যেন মাের প্রণাম সেরে,
সকল পন্থা যেথায় মেলে সেথা দাঁড়াই এসে ৷।
খুঁজতে যারে হয় না কোথাও চোখ যেন তায় দেখে,
সদাই যে রয় কাছে তারি পরশ যেন ঠেকে।
নিত্য যাহার থাকি কোলে
তারেই যেন যাই গাে ব'লে-
এই জীবনে ধন্য হলেম তােমায় ভালােবেসে ।।
