![]() |
| Jaani Tomar Ajana Naahi (জানি তােমার অজানা নাহি গাে কী আছে আমার মনে) - Rabindra Sangeet |
জানি তােমার অজানা নাহি গাে কী আছে আমার মনে।
আমি গােপন করিতে চাহি গাে,ধরা পড়ে দুনয়নে ।।
কী বলিতে পাছে কি বলি
তাই দূরে চলে যাই কেবলই,
পথপাশে দিন বাহি গাে-
তুমি দেখে যাও আঁখিকোণে কী আছে আমার মনে ৷।
চিরনিশীথতিমির গহনে আছে মাের পূজাবেদী-
চকিত হাসির দহনে সে তিমির দাও ভেদি।
বিজন দিবস-রাতিয়া
কাটে ধেয়ানের মালা গাঁথিয়া,
আনমনে গান গাহি গাে-
তুমি শুনে যাও খনে খনে কী আছে আমার মনে ৷৷
