Jaani Tomar Ajana Naahi (জানি তােমার অজানা নাহি গাে কী আছে আমার মনে) - Rabindra Sangeet

Jaani Tomar Ajana Naahi (জানি তােমার অজানা নাহি গাে কী আছে আমার মনে) - Rabindra Sangeet
Jaani Tomar Ajana Naahi (জানি তােমার অজানা নাহি গাে কী আছে আমার মনে) - Rabindra Sangeet

জানি তােমার অজানা নাহি গাে কী আছে আমার মনে।
আমি গােপন করিতে চাহি গাে,ধরা পড়ে দুনয়নে ।।
কী বলিতে পাছে কি বলি
তাই দূরে চলে যাই কেবলই,
পথপাশে দিন বাহি গাে-
তুমি দেখে যাও আঁখিকোণে কী আছে আমার মনে ৷।
চিরনিশীথতিমির গহনে আছে মাের পূজাবেদী-
চকিত হাসির দহনে সে তিমির দাও ভেদি।
বিজন দিবস-রাতিয়া
কাটে ধেয়ানের মালা গাঁথিয়া,
আনমনে গান গাহি গাে-
তুমি শুনে যাও খনে খনে কী আছে আমার মনে ৷৷

Aamar Hridayosomudrotire (আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে) - Rabindra Sangeet

Aamar Hridayosomudrotire (আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে) - Rabindra Sangeet আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে ! কাতর পরান...

Popular Posts