![]() |
| Jaani Tumi Phire Aasibe (জানি তুমি ফিরে আসিবে আবার, জানি) - Rabindra Sangeet |
জানি তুমি ফিরে আসিবে আবার, জানি।
তবু মনে মনে প্রবােধ নাহি যে মানি৷।
বিদায়লগনে ধরিয়া দুয়ার তাই তা তােমায় বলি বারবার
'ফিরে এসাে এসাে বন্ধু আমার', বাষ্পবিভল বাণী ৷।
যাবার বেলায় কিছু মােরে দিয়াে দিয়াে
গানের সুরেতে তব আশ্বাস প্রিয়।
বনপথে যবে যাবে সে ক্ষণের হয়তাে বা কিছু রবে স্মরণের
তুলি লব সেই তব চরণের দলিত কুসুমখানি৷।
