Jaani Jaani Esechho (জানি জানি এসেছ এ পথে মনের ভুলে) - Rabindra Sangeet

Jaani Jaani Esechho (জানি জানি এসেছ এ পথে মনের ভুলে) - Rabindra Sangeet
Jaani Jaani Esechho (জানি জানি এসেছ এ পথে মনের ভুলে) - Rabindra Sangeet

জানি জানি এসেছ এ পথে মনের ভুলে।
তাই হােক তবে তাই হােক- এসো তুমি, দিনু দ্বার খুলে ॥
এসেছ তুমি যে বিনা আভরণে, মুখর নূপুর বাজে না চরণে-
তাই হােক ওগাে, তাই হােক।
মাের আঙিনায় মালতী ঝরিয়া পড়ে যায়-
তব শিথিল কবরীতে নিয়াে নিয়াে তুলে ॥
কোনাে আয়ােজন নাই একেবারে, সুর বাঁধা হয় নি যে বীণার তারে-
তাই হােক ওগাে, তাই হােক।
ঝরো ঝরোে বারি ঝরে বনমাঝে আমারই মনের সুর ওই বাজে-
বেণুশাখা-আন্দোলনে আমারই উতলা মন দুলে ॥

Aamar Hridayosomudrotire (আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে) - Rabindra Sangeet

Aamar Hridayosomudrotire (আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে) - Rabindra Sangeet আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে ! কাতর পরান...

Popular Posts