Khelaghar Bnaadhte Legechhi (খেলাঘর বাঁধতে লেগেছি আমার মনের ভিতরে) - Rabindra Sangeet |
খেলাঘর বাঁধতে লেগেছি আমার মনের ভিতরে।
কত রাত তাই তাে জেগেছি বলব কী তােরে ।।
প্রভাতে পথিক ডেকে যায়, অবসর পাই নে আমি হায়-
বাহিরের খেলায় ডাকে সে, যাব কী ক'রে ।।
যা আমার সবার হেলাফেলা যাচ্ছে ছড়াছড়ি
পুরােনাে ভাঙা দিনের ঢেলা, তাই দিয়ে ঘর গড়ি।
যে আমার নতুন খেলার জন তারি এই খেলার সিংহাসন,
ভাঙারে জোড়া দেবে সে কিসের মন্তরে ।।