Keho Kaaro Mon (কেহ কারাে মন বুঝে না, কাছে এসে সরে যায়) - Rabindra Sangeet |
কেহ কারাে মন বুঝে না, কাছে এসে সরে যায়।
সােহাগের হাসিটি কেন চোখের জলে মরে যায় ৷।
বাতাস যখন কেঁদে গেল প্রাণ খুলে ফুল ফুটিল না,
সাঁঝের বেলা একাকিনী কেন রে ফুল ঝরে যায় ।।
মুখের পানে চেয়ে দেখাে, আঁখিতে মিলাও আঁখি-
মধুর প্রাণের কথা প্রাণেতে রেখাে না ঢাকি।
এ রজনী রহিবে না, আর কথা হইবে না-
প্রভাতে রহিবে শুধু হৃদয়ের হায়-হায় ।।