Keno Go Se More (কেন গাে সে মােরে যেন করে না বিশ্বাস) - Rabindra Sangeet |
কেন গাে সে মােরে যেন করে না বিশ্বাস।
কেন গাে বিষন্ন আঁখি আমি যবে কাছে থাকি,
কেন উঠে মাঝে মাঝে আকুল নিশ্বাস।
আদর করিতে মােরে চায় কতবার,
সহসা কী ভেবে যেন ফেরে সে আবার।
নত করি দুনয়নে কী যেন বুঝায় মনে,
মন সে কিছুতে যেন পায় না আশ্বাস।
আমি যবে ব্যগ্র হয়ে ধরি তার পাণি
সে কেন চমকি উঠি লয় তাহা টানি।
আমি কাছে গেলে হায় সে কেন গাে সরে যায়-
মলিন হইয়া আসে অধর সহাস॥