Keno Re Eto (কেন রে এতই যাবার ত্বরা) - Rabindra Sangeet |
কেন রে এতই যাবার ত্বরা-
বসন্ত, তাের হয়েছে কি ভাের গানের ভরা।।
এখনি মাধবী ফুরালাে কি সবই,
বনছায়া গায় শেষ ভৈরবী-
নিল কি বিদায় শিথিল করবী বৃন্তঝরা ।।
এখনি তােমার পীত উত্তরী দিবে কি ফেলে
তপ্ত দিনের শুষ্ক তৃণের আসন মেলে।
বিদায়ের পথে হতাশ বকুল
কপােতকূজনে হল যে আকুল,
চরণপূজনে ঝরাইছে ফুল বসুন্ধরা।।