Ketechhe Ekela Birohero (কেটেছে একেলা বিরহের বেলা আকাশকুসুমচয়নে) - Rabindra Sangeet |
কেটেছে একেলা বিরহের বেলা আকাশকুসুমচয়নে।
সব পথ এসে মিলে গেল শেষে তামার দুখানি নয়নে ।।
দেখিতে দেখিতে নূতন আলােকে কে দিল রচিয়া ধ্যানের পুলকে
নূতন ভুবন নূতন দ্যুলােকে মােদের মিলিত নয়নে ৷।
বাহির-আকাশে মেঘ ঘিরে আসে, এল সব তারা ঢাকিতে।
হারানাে সে আলাে আসন বিছালাে শুধু দুজনের আঁখিতে।
ভাষাহারা মম বিজন রােদনা প্রকাশের লাগি করেছে সাধনা,
চিরজীবনেরি বাণীর বেদনা মিটিল দোঁহার নয়নে ৷।