Kharobaayu Boy Bege (খরবায়ু বয় বেগে, চারি দিক ছায় মেঘে) - Rabindra Sangeet

Kharobaayu Boy Bege (খরবায়ু বয় বেগে, চারি দিক ছায় মেঘে) - Rabindra Sangeet
Kharobaayu Boy Bege (খরবায়ু বয় বেগে, চারি দিক ছায় মেঘে) - Rabindra Sangeet

খরবায়ু বয় বেগে, চারি দিক ছায় মেঘে,
ওগাে নেয়ে, নাওখানি বাইয়া।
তুমি কষে ধরাে হাল, আমি তুলে বাঁধি পাল-
হাঁই মারাে, মারাে টান হাঁইয়াে ৷।
শৃঙ্খলে বারবার ঝন্ঝন্ ঝঙ্কার, নয় এ তা তরণীর ক্রন্দন শঙ্কার-
বন্ধন দুর্বার সহ্য না হয় আর, টলমল করে আজ তাই ও।
হাঁই মারাে, মারাে টান হাঁইয়ো৷।
গণি গণি দিন খন চঞ্চল করি মন
বােলাে না, 'যাই কি নাহি যাই রে'।
সংশয়পারাবার অন্তরে হবে পার,
উদ্বেগে তাকায়াে না বাইরে।
যদি মাতে মহাকাল, উদ্দাম জটাজাল ঝড়ে হয় লুণ্ঠিত, ঢেউ উঠে উত্তাল,
হােয়াে নাকো কুণ্ঠিত, তালে তার দিয়াে তাল- জয়-জয় জয়গান গাইয়া।
হাঁই মারাে, মারাে টান হাঁইয়াে ৷।

Aamar Hridayosomudrotire (আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে) - Rabindra Sangeet

Aamar Hridayosomudrotire (আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে) - Rabindra Sangeet আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে ! কাতর পরান...

Popular Posts