![]() |
| Khudharto Prem (ক্ষুধার্ত প্রেম তার নাই দয়া) - Rabindra Sangeet |
ক্ষুধার্ত প্রেম তার নাই দয়া,
তার নাই ভয়, নাই লজ্জা।
নিষ্ঠুর পণ আমার,
আমি মানব না হার, মানব না হার-
বাঁধব তাঁরে মায়াবাঁধনে,
জড়াব আমারি হাসি-কাঁদনে।
ওই দেখ, ওই নদী হয়েছেন পার-
একা চলেছেন ঘন বনের পথে।
যেন কিছু নাই তাঁর চোখের সম্মুখে-
নাই সত্য, নাই মিথ্যা;
নাই ভালাে, নাই মন্দ।
