![]() |
| Ki Doshe Bnaadhile Aamay (কী দোষে বাঁধিলে আমায় , আনিলে কাথায়) - Rabindra Sangeet |
কী দোষে বাঁধিলে আমায় , আনিলে কাথায়।
পথহারা একাকিনী বনে অসহায়-
রাখাে রাখাে রাখাে, বাঁচাও আমায়।
দয়া করাে অনাথারে- কে আমার আছে-
বন্ধনে কাতরতনু মরি যে ব্যথায়।
