![]() |
| Ki Je Bhaabis Tui (কী যে ভাবিস তুই অন্যমনে) - Rabindra Sangeet |
কী যে ভাবিস তুই অন্যমনে
নিষ্কারণে-
বেলা বহে যায়, বেলা বহে যায় যে।
রাজবাড়িতে ওই বাজে ঘণ্টা ঢং ঢং ঢং ঢং ঢং ঢং,
বেলা বহে যায়।
রৌদ্র হয়েছে অতি তিখনাে
আঙিনা হয় নি যে নিকোনাে,
তােলা হল না জল,
পাড়া হল না ফল,
কখন্ বা চুলাে তুই ধরাবি।
কখন ছাগল তুই চরাবি।
ত্বরা কর, ত্বরা কর্, ত্বরা কর্-
জল তুলে নিয়ে তুই চল্ ঘর।
রাজবাড়িতে ওই বাজে ঘণ্টা
ঢং ঢং ঢং ঢং ঢং ঢং
ওই যে বেলা বহে যায়।
