![]() |
| Ki Phul Jhorilo Bipulo (কী ফুল ঝরিল বিপুল অন্ধকারে) - Rabindra Sangeet |
কী ফুল ঝরিল বিপুল অন্ধকারে।
গন্ধ ছড়ালাে ঘুমের প্রান্তপারে ॥
একা এসেছিল ভুলে অন্ধরাতের কূলে
অরুণ-আলাের বন্দনা করিবারে।
ক্ষীণ দেহে মরি মরি সে যে নিয়েছিল বরি
অসীম সাহসে নিষ্ফল সাধনারে ॥
কী যে তার রূপ দেখা হল না তো চোখে,
জানি না কী নামে স্মরণ করিব ওকে।
আঁধারে যাহারা চলে সেই তারাদের দলে
এসে ফিরে গেল বিরহের ধারে ধারে।
করুণ মাধুরীখানি কহিতে জানে না বাণী
কেন এসেছিল রাতের বন্ধ দ্বারে ॥
