![]() |
Ki Raagini Baajale (কী রাগিণী বাজালে হৃদয়ে, মােহন, মনোমোহন) - Rabindra Sangeet |
কী রাগিণী বাজালে হৃদয়ে, মােহন, মনোমোহন,
তাহা তুমি জান হে, তুমি জান ।।
চাহিলে মুখপানে, কী গাহিলে নীরবে
কিসে মােহিলে মন প্রাণ,
তাহা তুমি জান হে, তুমি জান ।।
আমি শুনি দিবারজনী
তারি ধ্বনি, তারি প্রতিধ্বনি।
তুমি কেমনে মরম পরশিলে মম,
কোথা হতে প্রাণ কেড়ে আন,
তাহা তুমি জান হে, তুমি জান ।।