![]() |
| Kon Debota Se Ki (কোন্ দেবতা সে, কী পরিহাসে ভাসালাে মায়ার ভেলায়) - Rabindra Sangeet |
কোন্ দেবতা সে, কী পরিহাসে ভাসালাে মায়ার ভেলায়।
স্বপ্নের সাথি, এসাে মােরা মাতি স্বর্গের কৌতুক-খেলায় ৷।
সুরের প্রবাহে হাসির তরঙ্গে বাতাসে বাতাসে ভেসে যাব রঙ্গে নৃত্যবিভঙ্গে
মাধবীবনের মধুগন্ধে মােদিত মােহিত মন্থর বেলায় ।।
যে ফুলমালা দুলায়েছ আজি রােমাঞ্চিত বক্ষতলে
মধুরজনীতে রেখো সরসিয়া মােহের মদির জলে।
নবােদিত সূর্যের করসম্পাতে বিকল হবে হায় লজ্জা-আঘাতে,
দিন গত হলে নূতন প্রভাতে মিলাবে ধুলার তলে কার অবহেলায় ।।
