![]() |
| Kon Gahano Aronnye Taare (কোন্ গহন অরণ্যে তারে এলেম হারায়ে) - Rabindra Sangeet |
কোন্ গহন অরণ্যে তারে এলেম হারায়ে
কোন্ দূর জনমের কোন্ স্মৃতিবিস্মৃতিছায়ে ।।
আজ আলাে-আঁধারে
কখন-বুঝি দেখি, কখন্ দেখি না তারে-
কোন্ মিলনসুখের স্বপনসাগর এল পারায়ে ।।
ধরা-অধরার মাঝে
ছায়ানটের রাগিণীতে আমার বাঁশি বাজে।
বকুলতলায় ছায়ার নাচন ফুলের গন্ধে মিশে
জানি নে মন পাগল করে কিসে।
কোন্ নটিনীর ঘূর্ণি-আঁচল লাগে আমার গায়ে ।।
