![]() |
| Kotha Baaire Dure Jaay (কোথা বাইরে দূরে যায় রে উড়ে হায় রে হায়) - Rabindra Sangeet |
কোথা বাইরে দূরে যায় রে উড়ে হায় রে হায়,
তােমার চপল আঁখি বনের পাখি বনে পালায় ।।
ওগাে,হৃদয়ে যবে মােহন রবে, বাজবেব বাঁশি
তখন আপনি সেধে ফিরবে কেঁদে, পরবে ফাঁসি-
তখন ঘুচবে ত্বরা, ঘুরিয়া মরা হেথা হােথায়।
আহা,আজি সে আঁখি বনের পাখি বনে পালায় ।।
চেয়ে দেখিস না রে হৃদয়দ্বারে কে আসে যায়,
তােরা শুনিস কানে বারতা আনে দখিনবায়।
আজি ফুলের বাসে সুখের হাসে আকুল গানে
চির-বসন্ত যে তােমারি খোঁজে এসেছে প্রাণে-
তারে বাহিরে খুঁজি ফিরিছ বুঝি পাগলপ্রায়।
তােমার চপল আঁখি বনের পাখি বনে পালায় ৷।
