![]() |
| Kotha Chhili Sajoni Lo (কোথা ছিলি সজনী লাে) - Rabindra Sangeet |
মোরা যে তােরি তরে বসে আছি কাননে।
এসাে সখী, এসাে হেথা বসি বিজনে
আঁখি ভরিয়ে হেরি হাসিমুখানি ৷।
সাজাব সখীরে সাধ মিটায়ে,
ঢাকিব তনুখানি কুসুমেরই ভূষণে।
গগনে হাসিবে বিধু, গাহিব মৃদু মৃদু-
কাটাব প্রমােদে চাঁদিনী যামিনী ৷।
