Maatir Buker Maajhe (মাটির বুকের মাঝে বন্দী যে জল মিলিয়ে থাকে) - Rabindra Sangeet

Maatir Buker Maajhe (মাটির বুকের মাঝে বন্দী যে জল মিলিয়ে থাকে) - Rabindra Sangeet
Maatir Buker Maajhe (মাটির বুকের মাঝে বন্দী যে জল মিলিয়ে থাকে) - Rabindra Sangeet

মাটির বুকের মাঝে বন্দী যে জল মিলিয়ে থাকে
মাটি পায় না, পায় না, মাটি পায় না তাকে ৷।
কবে কাটিয়ে বাঁধন পালিয়ে যখন যায় সে দূরে
আকাশপুরে গাে,
তখন কাজল মেঘের সজল ছায়া শূন্যে আঁকে,
সুদূর শূন্যে আঁকে-
মাটি পায় না, পায় না, মাটি পায় না তাকে ৷।
শেষে বজ্র তারে বাজায় ব্যথা বহ্নিজ্বালায়,
ঝঞ্জা তারে দিগ্বিদিকে কাঁদিয়ে চালায়।
তখন কাছের ধন যে দূরের থেকে কাছে আসে
বুকের পাশে গাে,
তখন চোখের জলে নামে সে যে চোখের জলের ডাকে,
আকুল চোখের জলের ডাকে-
মাটি পায় রে, পায় রে, মাটি পায় রে তাকে ৷।

Aamar Hridayosomudrotire (আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে) - Rabindra Sangeet

Aamar Hridayosomudrotire (আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে) - Rabindra Sangeet আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে ! কাতর পরান...

Popular Posts