Maatir Prodipkhaani Aachhe (মাটির প্রদীপখানি আছে মাটির ঘরের কোলে) - Rabindra Sangeet

Maatir Prodipkhaani Aachhe (মাটির প্রদীপখানি আছে মাটির ঘরের কোলে) - Rabindra Sangeet
Maatir Prodipkhaani Aachhe (মাটির প্রদীপখানি আছে মাটির ঘরের কোলে) - Rabindra Sangeet

মাটির প্রদীপখানি আছে মাটির ঘরের কোলে,
সন্ধ্যাতারা তাকায় তারি আলোে দেখবে ব'লে ।।
সেই আলােটি নিমেষহত প্রিয়ার ব্যাকুল চাওয়ার মতাে,
সেই আলােটি মায়ের প্রাণের ভয়ের মতা দোলে ৷।
সেই আলােটি নেবে জ্বলে শ্যামল ধরার হৃদয়তলে,
সেই আলােটি চপল হাওয়ায় ব্যথায় কাঁপে পলে পলে।
নামল সন্ধ্যাতারার বাণী আকাশ হতে আশিস আনি,
অমরশিখা আকুল হল মর্তশিখায় উঠতে জ্ব'লে ।।

Aamar Hridayosomudrotire (আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে) - Rabindra Sangeet

Aamar Hridayosomudrotire (আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে) - Rabindra Sangeet আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে ! কাতর পরান...

Popular Posts