![]() |
| Modhuro Milan (মধুর মিলন) - Rabindra Sangeet |
হাসিতে মিলেছে হাসি, নয়নে নয়ন ॥
মরমর মৃদু বাণী মরমর মরমে,
কপােলে মিলায় হাসি সুমধুর শরমে-নয়নে স্বপন ॥
তারাগুলি চেয়ে আছে, কুসুম গাছে গাছে-
বাতাস চুপিচুপি ফিরিছে কাছে কাছে।
মালাগুলি গেঁথে নিয়ে, আড়ালে লুকাইয়ে
সখীরা নেহারিছে দোঁহার আনন-
হেসে আকুল হল বকুলকানন, আ মরি মরি ॥
