![]() |
| Modhuro Modhuro Dhwoni (মধুর মধুর ধ্বনি বাজে) - Rabindra Sangeet |
মধুর মধুর ধ্বনি বাজে
হৃদয়কমলবনমাঝে ।।
নিভৃতবাসিনী বীণাপাণি অমৃতমুরতিমতী বাণী
হিরণকিরণ ছবিখানি- পরানের কাথা সে বিরাজে
মধুঋতু জাগে দিবানিশি পিককুহরিত দিশি দিশি।।
মানসমধুপ পদতলে মুরছি পড়িছে পরিমলে।
এসাে দেবী, এসাে এ আলােকে, একবার তােরে হেরি চোখে-
গােপনে থেকো না মনােলােকে ছায়াময় মায়াময় সাজে।।
