![]() |
Mori Lo Kaar Bnaashi (]মরি লাে] কার বাঁশি নিশিভােরে বাজিল মাের প্রাণে) |
মরি লাে) কার বাঁশি নিশিভােরে বাজিল মাের প্রাণে
ফুটে দিগন্তে অরুণকিরণকলিকা ।।
শরতের আলােতে সুন্দর আসে,
ধরণীর আঁখি যে শিশিরে ভাসে,
হৃদয়কুঞ্জবনে মুঞ্জরিল মধুর শেফালিকা ।।