Nayono Tomare Pay Na (নয়ন তােমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে। [নয়নের নয়ন!]) - Rabindra Sangeet

Nayono Tomare Pay Na (নয়ন তােমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে। [নয়নের নয়ন!]) - Rabindra Sangeet
Nayono Tomare Pay Na (নয়ন তােমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে। [নয়নের নয়ন!]) - Rabindra Sangeet

নয়ন তােমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে। (নয়নের নয়ন!)
হৃদয় তােমারে পায় না জানিতে, হৃদয়ে রয়েছ গােপনে। (হৃদয়বিহারী!)
বাসনার বশে মন অবিরত ধায় দশ দিশে পাগলের মতাে,
স্থির-আঁখি তুমি মরমে সতত জাগিছ শয়নে স্বপনে।
( তােমার বিরাম নাই, তুমি অবিরাম জাগিছ শয়নে স্বপনে।
তােমার নিমেষ নাই, তুমি অনিমেষ জাগিছ শয়নে স্বপনে। )
সবাই ছেড়েছে, নাই যার কেহ, তুমি আছ তার, আছে তব স্নেহ-
নিরাশ্রয় জন পথ যার গেহ সেও আছে তব ভবনে।
( যে পথের ভিখারি সেও আছে তব ভবনে।
যার কেহ কোথাও নেই সেও আছে তব ভবনে।)
তুমি ছাড়া কেহ সাথি নাই আর, সমুখে অনন্ত জীবনবিস্তার-
কালপারাবার করিতেছ পার কেহ নাহি জানে কেমনে।
( তরী বহে নিয়ে যাও কেহ নাহি জানে কেমনে।
জীবনতরী বহে নিয়ে যাও কেহ নাহি জানে কেমনে।)
জানি শুধু তুমি আছ তাই আছি, তুমি প্রাণময় তাই আমি বাঁচি,
যত পাই তােমায় আরাে তত যাচি- যত জানি তত জানি নে।
( জেনে শেষ মেলে না-মন হার মানে হে।)
জানি আমি তােমায় পাব নিরন্তর লোক-লোকান্তরে যুগ-যুগান্তর-
তুমি আর আমি মাঝে কেহ নাই, কোনো বাধা নাই ভুবনে।
(তােমার আমার মাঝে কোনাে বাধা নাই ভুবনে। )

Aamar Hridayosomudrotire (আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে) - Rabindra Sangeet

Aamar Hridayosomudrotire (আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে) - Rabindra Sangeet আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে ! কাতর পরান...

Popular Posts