Aamar Hridayosomudrotire (আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে) - Rabindra Sangeet

Aamar Hridayosomudrotire (আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে) - Rabindra Sangeet
Aamar Hridayosomudrotire (আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে) - Rabindra Sangeet

আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে !
কাতর পরান ধায় বাহু বাড়ায়ে ||
হৃদয়ে উথলে তরঙ্গ চরণপরশের তরে,
তারা চরণকিরণ লয়ে কাড়াকাড়ি করে ।
মেতেছে হৃদয় আমার, ধৈরজ না মানে-
তােমারে ঘেরিতে চায়, নাচে সঘনে ||
সখা, ওইখেনেতে থাকো তুমি, যেয়াে না চলে—
আজি হৃদয়সাগরের বাঁধ ভাঙি সবলে ।
কোথা হতে আজি প্রেমের পবন ছুটেছে,
আমার হৃদয়ে তরঙ্গ কত নেচে উঠেছে।
তুমি দাঁড়াও, তুমি যেয়াে না-
আমার হৃদয়ে তরঙ্গ আজি নেচে উঠেছে ৷।

Aamar Hridayosomudrotire (আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে) - Rabindra Sangeet

Ore Tora Nei Ba Katha (ওরে, তােরা নেই বা কথা বললি) - Rabindra Sangeet

Ore Tora Nei Ba Katha (ওরে, তােরা নেই বা কথা বললি) - Rabindra Sangeet
Ore Tora Nei Ba Katha (ওরে, তােরা নেই বা কথা বললি) - Rabindra Sangeet

ওরে, তােরা নেই বা কথা বললি,
দাঁড়িয়ে হাটের মধ্যিখানে নেই জাগালি পল্লী ||
মরিস মিথ্যে ব'কে ঝ'কে, দেখে কেবল হাসে লােকে,
নাহয় নিয়ে আপন মনের আগুন মনে মনেই জ্বললি ||
অন্তরে তাের আছে কী যে নেই রটালি নিজে নিজে,
নাহয় বাদ্যগুলাে বন্ধ রেখে চুপেচাপেই চললি ||
কাজ থাকে তাে কর গে না কাজ, লাজ থাকে ত ঘুচা গে লাজ,
ওরে, কে যে তােরে কী বলেছে নেই বা তাতে টললি ||

Ore Tora Nei Ba Katha (ওরে, তােরা নেই বা কথা বললি) - Rabindra Sangeet

Sukhe Achhi Sukhe (সুখে আছি, সুখে আছি সখা) - Rabindra Sangeet

Sukhe Achhi Sukhe (সুখে আছি, সুখে আছি সখা) - Rabindra Sangeet
Sukhe Achhi Sukhe (সুখে আছি, সুখে আছি সখা) - Rabindra Sangeet

সুখে আছি, সুখে আছি সখা, আপন মনে।
কিছু চেয়াে না, দূরে যেয়াে না,
শুধু চেয়ে দেখাে, শুধু ঘিরে থাকো কাছাকাছি।
সখা, নয়নে শুধু জানাবে প্রেম, নীরবে দিবে প্রাণ,
রচিয়া ললিতমধুর বাণী আড়ালে গাবে গান।
গােপনে তুলিয়া কুসুম গাঁথিয়া রেখে যাবে মালাগাছি।
মন চেয়াে না, শুধু চেয়ে থাকো, শুধু ঘিরে থাকো কাছাকাছি।।
মধুর জীবন, মধুর রজনী, মধুর মলয়-বায়।
এই মাধুরীধারা বহিছে আপনি, কেহ কিছু নাহি চায়।
আমি আপনার মাঝে আপনি হারা, আপন সৌরভে সারা,
যেন আপনার মন, আপনার প্রাণ, আপনারে সাঁপিয়াছি ।।

Sukhe Achhi Sukhe (সুখে আছি, সুখে আছি সখা) - Rabindra Sangeet

Kotha Je Udhao Holo (কোথা যে উধাও হল ) - Rabindra Sangeet

Kotha Je Udhao Holo (কোথা যে উধাও হল ) - Rabindra Sangeet
Kotha Je Udhao Holo (কোথা যে উধাও হল ) - Rabindra Sangeet

কোথা যে উধাও হল মাের প্রাণ উদাসী
আজি ভরা বাদরে ।।
ঘন ঘন গুরু গুরু গরজিছে,
ঝরো ঝরো নামে দিকে দিগন্তে জলধারা-
মন ছুটে শূন্যে শূন্যে অনন্তে অশান্ত বাতাসে ।।

Kotha Je Udhao Holo (কোথা যে উধাও হল ) - Rabindra Sangeet

Meghera Chole Chole Jay (মেঘেরা চলে চলে যায়) - Rabindra Sangeet

Meghera Chole Chole Jay (মেঘেরা চলে চলে যায়) - Rabindra Sangeet
Meghera Chole Chole Jay (মেঘেরা চলে চলে যায়) - Rabindra Sangeet

মেঘেরা চলে চলে যায়, চাঁদেরে ডাকে 'আয়, আয়'|
ঘুমঘােরে বলে চাঁদ 'কোথায় কোথায়' ॥
না জানি কোথা চলিয়াছে, কী জানি কী যে সেথা আছে,
আকাশের মাঝে চাঁদ চারি দিকে চায় ॥
সুদূরে, অতি অতিদূরে, বুঝি রে কোন্ সুরপুরে
তারাগুলি ঘিরে ব'সে বাঁশরি বাজায়।
মেঘেরা তাই হেসে হেসে আকাশে চলে ভেসে ভেসে,
লুকিয়ে চাঁদের হাসি চুরি করে যায় ॥

Meghera Chole Chole Jay (মেঘেরা চলে চলে যায়) - Rabindra Sangeet

Modhuro Basanto Esechhe (মধুর বসন্ত এসেছে মধুর মিলন ঘটাতে) - Rabindra Sangeet

Modhuro Basanto Esechhe (মধুর বসন্ত এসেছে মধুর মিলন ঘটাতে) - Rabindra Sangeet
Modhuro Basanto Esechhe (মধুর বসন্ত এসেছে মধুর মিলন ঘটাতে) - Rabindra Sangeet

মধুর বসন্ত এসেছে মধুর মিলন ঘটাতে।
মধুর মলয়-সমীরে মধুর মিলন রটাতে ॥
কুহক লেখনী ছুটায়ে কুসুম তুলিছে ফুটায়ে,
লিখিছে প্রণয়-কাহিনী বিবিধ বরন-ছটাতে।
হেরাে পুরানাে প্রাচীন ধরণী হয়েছে শ্যামলবরনী,
যেন যৌবন-প্রবাহ ছুটিছে কালের শাসন টুটাতে;
পুরানাে বিরহ হানিছে, নবীন মিলন আনিছে,
নবীন বসন্ত আইল নবীন জীবন ফুটাতে ॥

Modhuro Basanto Esechhe (মধুর বসন্ত এসেছে মধুর মিলন ঘটাতে) - Rabindra Sangeet

Namo Namo Hey Boiragi (নমাে নমাে, হে বৈরাগী) - Rabindra Sangeet

Namo Namo Hey Boiragi (নমাে নমাে, হে বৈরাগী) - Rabindra Sangeet
Namo Namo Hey Boiragi (নমাে নমাে, হে বৈরাগী) - Rabindra Sangeet

নমাে নমাে, হে বৈরাগী।
তপােবহ্নির শিখা জ্বালাে জ্বালাে,
নির্বাণহীন নির্মল আলাে
অন্তরে থাক্ জাগি।।

Namo Namo Hey Boiragi (নমাে নমাে, হে বৈরাগী) - Rabindra Sangeet

Nahoy Tomar Ja Hoyeche (নাহয় তােমার যা হয়েছে তাই হল) - Rabindra Sangeet

Nahoy Tomar Ja Hoyeche (নাহয় তােমার যা হয়েছে তাই হল) - Rabindra Sangeet
Nahoy Tomar Ja Hoyeche (নাহয় তােমার যা হয়েছে তাই হল) - Rabindra Sangeet

নাহয় তােমার যা হয়েছে তাই হল ।
আরাে কিছু নাই হল, নাই হল, নাই হল ॥
কেউ যা কভু দেয় না ফাঁকি সেইটুকু তাের থাক্-না বাকি,
পথেই না হয় ঠাঁই হল ॥
চল রে সােজা বীণার তারে ঘা দিয়ে,
ডাইনে বাঁয়ে দৃষ্টি তােমার না দিয়ে।
হারিয়ে চলিস পিছনেরে, সামনে যা পাস কুড়িয়ে নে রে-
খেদ কী রে তাের যাই হল ॥

Nahoy Tomar Ja Hoyeche (নাহয় তােমার যা হয়েছে তাই হল) - Rabindra Sangeet

Prohorosheser Aloy Ranga (প্রহরশেষের আলােয় রাঙা সেদিন চৈত্রমাস) - Rabindra Sangeet

Prohorosheser Aloy Ranga (প্রহরশেষের আলােয় রাঙা সেদিন চৈত্রমাস) - Rabindra Sangeet
Prohorosheser Aloy Ranga (প্রহরশেষের আলােয় রাঙা সেদিন চৈত্রমাস) - Rabindra Sangeet

প্রহরশেষের আলােয় রাঙা সেদিন চৈত্রমাস-
তােমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ ॥
এ সংসারের নিত্য খেলায় প্রতিদিনের প্রাণের মেলায়
বাটে ঘাটে হাজার লােকের হাস্য-পরিহাস-
মাঝখানে তার তােমার চোখে আমার সর্বনাশ ॥
আমের বনে দোলা লাগে, মুকুল পড়ে ঝরে-
চিরকালের চেনা গন্ধ হাওয়ায় ওঠে ভ'রে।
মঞ্জরিত শাখায় শাখায়, মউমাছিদের পাখায় পাখায়,
ক্ষণে ক্ষণে বসন্তদিন ফেলেছে নিশ্বাস-
মাঝখানে তার তােমার চোখে আমার সর্বনাশ ॥

Prohorosheser Aloy Ranga (প্রহরশেষের আলােয় রাঙা সেদিন চৈত্রমাস) - Rabindra Sangeet

Pushpobone Pushpo Nahi (পুষ্পবনে পুষ্প নাহি) - Rabindra Sangeet

Pushpobone Pushpo Nahi  (পুষ্পবনে পুষ্প নাহি) - Rabindra Sangeet
Pushpobone Pushpo Nahi (পুষ্পবনে পুষ্প নাহি) - Rabindra Sangeet

পুষ্পবনে পুষ্প নাহি, আছে অন্তরে।
পরানে বসন্ত এল কার মন্তরে॥
মুঞ্জরিল শুষ্ক শাখী, কুহরিল মৌন পাখি,
বহিল আনন্দধারা মরুপ্রান্তরে॥
দুখেরে করি না ডর, বিরহে বেঁধেছি ঘর,
মনােকুঞ্জে মধুকর তবু গুঞ্জরে।
হৃদয়ে সুখের বাসা, মরমে অমর আশা,
চিরবন্দী ভালােবাসা প্রাণপিঞ্জরে ॥

Pushpobone Pushpo Nahi  (পুষ্পবনে পুষ্প নাহি) - Rabindra Sangeet

Ogo Tomar Chakkhu Diye (ওগাে, তােমার চক্ষু দিয়ে) - Rabindra Sangeet

Ogo Tomar Chakkhu Diye (ওগাে, তােমার চক্ষু দিয়ে) - Rabindra Sangeet
Ogo Tomar Chakkhu Diye (ওগাে, তােমার চক্ষু দিয়ে) - Rabindra Sangeet

ওগাে, তােমার চক্ষু দিয়ে মেলে সত্য দৃষ্টি
আমার সত্যরূপ প্রথম করেছ সৃষ্টি।।
তােমায় প্রণাম, তােমায় প্রণাম,
তােমায় প্রণাম শতবার।।
আমি তরুণ অরুণলেখা,
আমি বিমল জ্যোতির রেখা,
আমি নবীন শ্যামল মেঘে
প্রথম প্রসাদবৃষ্টি।
তােমায় প্রণাম, তােমায় প্রণাম,
তােমায় প্রণাম শতবার ।।

Ogo Tomar Chakkhu Diye (ওগাে, তােমার চক্ষু দিয়ে) - Rabindra Sangeet

O Keno Churi Kore Chay (ও কেন চুরি ক'রে চায়) - Rabindra Sangeet

O Keno Churi Kore Chay (ও কেন চুরি ক'রে চায়) - Rabindra Sangeet
O Keno Churi Kore Chay (ও কেন চুরি ক'রে চায়) - Rabindra Sangeet

ও কেন চুরি ক'রে চায়।
নুকোতে গিয়ে হাসি হেসে পালায়।
বনপথে ফুলের মেলা, হেলে দুলে করে খেলা-
চকিতে সে চমকিয়ে কোথা দিয়ে যায় ।।
কী যেন গানের মতাে বেজেছে কানের কাছে,
যেন তার প্রাণের কথা আধেকখানি শোনা গেছে।
পথেতে যেতে চ'লে মালাটি গেছে ফেলে-
পরানের আশাগুলি গাঁথা যেন তায় ।।

O Keno Churi Kore Chay (ও কেন চুরি ক'রে চায়) - Rabindra Sangeet

Khama Karo More Sokhi (ক্ষমা করাে মােরে সখী, শুধায়ো না আর) - Rabindra Sangeet

Khama Karo More Sokhi (ক্ষমা করাে মােরে সখী, শুধায়ো না আর)  - Rabindra Sangeet
Khama Karo More Sokhi (ক্ষমা করাে মােরে সখী, শুধায়ো না আর) - Rabindra Sangeet

ক্ষমা করাে মােরে সখী, শুধায়ো না আর-
মরমে লুকানাে থাক মরমের ভার ॥
যে গােপন কথা, সখী, সতত লুকায়ে রাখি
ইষ্টদেবমন্ত্রসম পূজি অনিবার।
তাহা মানুষের কানে ঢালিতে যে লাগে প্রাণে-
লুকানাে থাক তা, সখী, হৃদয়ে আমার ।।
ভালােবাসি, শুধায়াে না কারে ভালােবাসি।
সে নাম কেমনে, সখী, কহিব প্রকাশি।
আমি তুচ্ছ হতে তুচ্ছ- সে নাম যে অতি উচ্চ,
সে নাম যে নহে যােগ্য এই রসনার ।।
ক্ষুদ্র এই বনফুল পৃথিবীকাননে
আকাশের তারকারে পূজে মনে মনে-
দিন-দিন পূজা করি শুকায়ে পড়ে সে ঝরি,
আজন্ম-নীরবে বহি যায় প্রাণ তার ।।

Khama Karo More Sokhi (ক্ষমা করাে মােরে সখী, শুধায়ো না আর)  - Rabindra Sangeet

Uriye Dhwoja Abhrobhedi (উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে) - Rabindra Sangeet

Uriye Dhwoja Abhrobhedi (উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে)  - Rabindra Sangeet
Uriye Dhwoja Abhrobhedi (উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে) - Rabindra Sangeet

উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে
ওই-যে তিনি, ওই-যে বাহির পথে ॥
আয় রে ছুটে, টানতে হবে রশি-
ঘরের কোণে রইলি কোথায় বসি !
ভিড়ের মধ্যে ঝাঁপিয়ে পড়ে গিয়ে
ঠাঁই ক'রে তুই নে রে কোনােমতে ॥
কোথায় কী তাের আছে ঘরের কাজ
সে-সব কথা ভুলতে হবে আজ।
টান্ রে দিয়ে সকল চিত্তকায়া,
টান্ রে ছেড়ে তুচ্ছ প্রাণের মায়া,
চল্ রে টেনে আলােয় অন্ধকারে
নগর-গ্রামে অরণ্যে পর্বতে ॥
ওই-যে চাকা ঘুরছে রে ঝঞ্ঝনি,
বুকের মাঝে শুনছ কি সেই ধ্বনি?
রক্তে তােমার দুলছে না কি প্রাণ ?
গাইছে না মন মরণজয়ী গান?
আকাঙ্ক্ষা তার বন্যাবেগের মতো
ছুটছে না কি বিপুল ভবিষ্যতে?।

Uriye Dhwoja Abhrobhedi (উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে)  - Rabindra Sangeet

Eso Hey Grihodebota (এসাে হে গৃহদেবতা) - Rabindra Sangeet

Eso Hey Grihodebota (এসাে হে গৃহদেবতা) - Rabindra Sangeet
Eso Hey Grihodebota (এসাে হে গৃহদেবতা) - Rabindra Sangeet

এসাে হে গৃহদেবতা,
এ ভবন পুণ্যপ্রভাবে করাে পবিত্র॥
বিরাজো জননী, সবার জীবন ভরি-
দেখাও আদর্শ মহান চরিত্র ॥
শিখাও করিতে ক্ষমা, করাে হে ক্ষমা,
জাগায়ে রাখাে মনে তব উপমা,
দেহাে ধৈর্য হৃদয়ে-
সুখে দুখে সঙ্কটে অটল চিত্ত ॥
দেখাও রজনী-দিবা বিমল বিভা,
বিতরাে পুরজনে শুভ্র প্রতিভা-
নব শােভাকিরণে
করাে গৃহ সুন্দর রম্য বিচিত্র।
সবে করাে প্রেমদান পূরিয়া প্রাণ-
ভুলায়ে রাখাে, সখা, আত্মাভিমান।
সব বৈর হবে দূর
তােমারে বরণ করি জীবনমিত্র ॥

Eso Hey Grihodebota (এসাে হে গৃহদেবতা) - Rabindra Sangeet

Hridayonandanobone Nribhrito (হৃদয়নন্দনবনে নিভৃত এ নিকেতনে) - Rabindra Sangeet

Hridayonandanobone Nribhrito (হৃদয়নন্দনবনে নিভৃত এ নিকেতনে) - Rabindra Sangeet
Hridayonandanobone Nribhrito (হৃদয়নন্দনবনে নিভৃত এ নিকেতনে) - Rabindra Sangeet

হৃদয়নন্দনবনে নিভৃত এ নিকেতনে ।
এসাে হে আনন্দময়, এসাে চিরসুন্দর ॥
দেখাও তব প্রেমমুখ, পাসরি সর্ব দুখ,
বিরহকাতর তপ্ত চিত্ত-মাঝে বিহরাে ।।
শুভদিন শুভরজনী আনাে এ জীবনে,
ব্যর্থ এ নরজনম সফল করাে প্রিয়তম ।
মধুর চিরসঙ্গীতে ধ্বনিত করাে অন্তর,
ঝরিবে জীবনে মনে দিবানিশা সুধানিঝর ৷।

Hridayonandanobone Nribhrito (হৃদয়নন্দনবনে নিভৃত এ নিকেতনে) - Rabindra Sangeet

Aamar Sure Laage Tomar Haasi (আমার সুরে লাগে তােমার হাসি) - Rabindra Sangeet

Aamar Sure Laage Tomar Haasi (আমার সুরে লাগে তােমার হাসি) - Rabindra Sangeet
Aamar Sure Laage Tomar Haasi (আমার সুরে লাগে তােমার হাসি) - Rabindra Sangeet

আমার সুরে লাগে তােমার হাসি,
যেমন ঢেউয়ে ঢেউয়ে রবির কিরণ দোলে আসি ॥
দিবানিশি আমিও যে ফিরি তােমার সুরের খোঁজে,
হঠাৎ এ মন ভােলায় কখন তােমার বাঁশি ॥
আমার সকল কাজই রইল বাকি,সকল শিক্ষা দিলেম ফাঁকি।
আমার গানে তােমায় ধরব ব'লে উদাস হয়ে যাই যে চলে,
তােমার গানে ধরা দিতে ভালােবাসি ॥

Aamar Sure Laage Tomar Haasi (আমার সুরে লাগে তােমার হাসি) - Rabindra Sangeet

Aamar Sonaar Baangla (আমার সােনার বাংলা, আমি তােমায় ভালাোবাসি) - Rabindra Sangeet

Aamar Sonaar Baangla (আমার সােনার বাংলা, আমি তােমায় ভালাোবাসি) - Rabindra Sangeet
Aamar Sonaar Baangla (আমার সােনার বাংলা, আমি তােমায় ভালাোবাসি) - Rabindra Sangeet

আমার সােনার বাংলা, আমি তােমায় ভালাোবাসি।
চিরদিন তােমার আকাশ, তােমার বাতাস, আমার প্রাণে বাজায় বাঁশি ॥
ও মা, ফাগুনে তাের আমের বনে ঘ্রাণে পাগল করে,
মরি হায়, হায় রে-
ও মা, অঘ্রানে তাের ভরা ক্ষেতে আমি কী দেখেছি মধুর হাসি ॥
কী শােভা, কী ছায়া গাে, কী স্নেহ, কী মায়া গাে-
কী আঁচল বিছায়েছ বটের মূলে, নদীর কূলে কূলে।
মা, তাের মুখের বাণী আমার কানে লাগে সুধার মতাে,
মরি হায়, হায় রে-
মা, তোর বদনখানি মলিন হলে, ও মা, আমি নয়নজলে ভাসি ॥
তােমার এই খেলাঘরে শিশুকাল কাটিলে রে,
তােমারি ধুলামাটি অঙ্গে মাখি ধন্য জীবন মানি॥
তুই দিন ফুরালে সন্ধ্যাকালে কী দীপ জ্বালিস ঘরে,
মরি হায়, হায় রে-
তখন খেলাধুলা সকল ফেলে, ও মা, তােমার কোলে ছুটে আসি ॥
ধেনু-চরা তােমার মাঠে, পারে যাবার খেয়াঘাটে,
সারা দিন পাখি-ডাকা ছায়ায়-ঢাকা তােমার পল্লীবাটে,
তােমার ধানে-ভরা আঙিনাতে জীবনের দিন কাটে,
মরি হায়, হায় রে-
ও মা, আমার যে ভাই তারা সবাই, ও মা, তােমার রাখাল তােমার চাষি ॥
ও মা, তাের চরণেতে দিলেম এই মাথা পেতে-
দে গাে তাের পায়ের ধুলা, সে যে আমার মাথার মানিক হবে
ও মা, গরিবের ধন যা আছে তাই দিব চরণতলে,
মরি হায়, হায় রে-
আমি পরের ঘরে কিনব না আর, মা, তোর ভূষণ ব'লে গলার ফাঁসি ॥

Aamar Sonaar Baangla (আমার সােনার বাংলা, আমি তােমায় ভালাোবাসি) - Rabindra Sangeet   

Aamar Shesh Raaginir Prothom (আমার শেষ রাগিণীর প্রথম ধুয়াে ধরলি রে কে তুই) - Rabindra Sangeet

Aamar Shesh Raaginir Prothom (আমার শেষ রাগিণীর প্রথম ধুয়াে ধরলি রে কে তুই) - Rabindra Sangeet

আমার শেষ রাগিণীর প্রথম ধুয়াে ধরলি রে কে তুই।
আমার শেষ পেয়ালা চোখের জলে ভরলি রে কে তুই ॥
দূরে পশ্চিমে ওই দিনের পারে অস্তরবির পথের ধারে
রক্তরাগের ঘােমটা মাথায় পরলি রে কে তুই ॥
সন্ধ্যাতারায় শেষ চাওয়া তাের রইল কি ওই-যে।
সন্ধ্যা-হাওয়ায় শেষ বেদনা বইল কি ওই-যে।
তাের হঠাৎ-খসা প্রাণের মালা ভরল আমার শূন্য ডালা-
মরণপথের সাথি আমায় করলি রে কে তুই॥

Aamar Shesh Raaginir Prothom (আমার শেষ রাগিণীর প্রথম ধুয়াে ধরলি রে কে তুই) - Rabindra Sangeet

Aamar Shesh Paaranir Kori (কণ্ঠে নিলেম গান, আমার শেষ পারানির কড়ি) - Rabindra Sangeet

Aamar Shesh Paaranir Kori (কণ্ঠে নিলেম গান, আমার শেষ পারানির কড়ি) - Rabindra Sangeet
Aamar Shesh Paaranir Kori (কণ্ঠে নিলেম গান, আমার শেষ পারানির কড়ি) - Rabindra Sangeet

কণ্ঠে নিলেম গান, আমার শেষ পারানির কড়ি-
একলা ঘাটে রইব না গাে পড়ি ॥
আমার সুরের রসিক নেয়ে
তারে ভােলাব গান গেয়ে,
পারের খেয়ায় সেই ভরসায় চড়ি ॥
পার হব কি নাই হব তার খবর কে রাখে-
দূরের হাওয়ায় ডাক দিল এই সুরের পাগলাকে।
ওগাে তােমরা মিছে ভাব',
আমি যাবই যাবই যাব-
ভাঙল দুয়ার, কাটল দড়াদড়ি ॥

Aamar Shesh Paaranir Kori (কণ্ঠে নিলেম গান, আমার শেষ পারানির কড়ি) - Rabindra Sangeet

Aamar Sotyo Mithya Sakoli (আমার সত্য মিথ্যা সকলই ভুলায়ে দাও) - Rabindra Sangeet

Aamar Sotyo Mithya Sakoli (আমার সত্য মিথ্যা সকলই ভুলায়ে দাও) - Rabindra Sangeet
Aamar Sotyo Mithya Sakoli (আমার সত্য মিথ্যা সকলই ভুলায়ে দাও) - Rabindra Sangeet

আমার সত্য মিথ্যা সকলই ভুলায়ে দাও,
আমায় আনন্দে ভাসাও ॥
না চাহি তর্ক না চাহি যুক্তি, না জানি বন্ধ না জানি মুক্তি,
তােমার বিশ্বব্যাপিনী ইচ্ছা আমার অন্তরে জাগাও ॥
সকল বিশ্ব ডুবিয়া যাক শান্তিপাথারে,
সব সুখ দুখ থামিয়া যাক হৃদয়মাঝারে।
সকল বাক্য সকল শব্দ সকল চেষ্টা হউক স্তব্ধ-
তােমার চিত্তজয়িনী বাণী আমার অন্তরে শুনাও ॥

Aamar Sotyo Mithya Sakoli (আমার সত্য মিথ্যা সকলই ভুলায়ে দাও) - Rabindra Sangeet

Aamar Sakol Raser Dhaara (আমার সকল রসের ধারা) - Rabindra Sangeet

Aamar Sakol Raser Dhaara (আমার সকল রসের ধারা) - Rabindra Sangeet
Aamar Sakol Raser Dhaara (আমার সকল রসের ধারা) - Rabindra Sangeet

আমার সকল রসের ধারা
তােমাতে আজ হােক-না হারা॥
জীবন জুড়ে লাগুক পরশ, ভুবন ব্যেপে জাগুক হরষ,
তােমার রূপে মরুক ডুবে আমার দুটি আঁখিতারা॥
হারিয়ে-যাওয়া মনটি আমার
ফিরিয়ে তুমি আনলে আবার ॥
ছড়িয়ে-পড়া আশাগুলি কুড়িয়ে তুমি লও গাে তুলি,
গলার হারে দোলাও তারে গাঁথা তােমার ক'রে সারা ॥

Aamar Sakol Raser Dhaara (আমার সকল রসের ধারা) - Rabindra Sangeet

Aamar Sakal Niye Bose Aachhi (আমার সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায়) - Rabindra Sangeet

Aamar Sakal Niye Bose Aachhi (আমার সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায়) - Rabindra Sangeet
Aamar Sakal Niye Bose Aachhi (আমার সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায়) - Rabindra Sangeet

আমার সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায়।
আমি তার লাগি পথ চেয়ে আছি পথে যে জন ভাসায় ॥
যে জন দেয় না দেখা যায় যে দেখে ভালোবাসে আড়াল থেকে,
আমার মন মজেছে সেই গভীরের গােপন ভালােবাসায় ॥

Aamar Sakal Niye Bose Aachhi (আমার সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায়) - Rabindra Sangeet

Aamar Sakol Knaata Dhonyo (আমার সকল কাঁটা ধন্য করে ফুটবে ফুল ফুটবে) - Rabindra Sangeet

Aamar Sakol Knaata Dhonyo (আমার সকল কাঁটা ধন্য করে ফুটবে ফুল ফুটবে) - Rabindra Sangeet
Aamar Sakol Knaata Dhonyo (আমার সকল কাঁটা ধন্য করে ফুটবে ফুল ফুটবে) - Rabindra Sangeet

আমার সকল কাঁটা ধন্য করে ফুটবে ফুল ফুটবে।
আমার সকল ব্যথা রঙিন হয়ে গোলাপ হয়ে উঠবে ॥
আমার অনেক দিনের আকাশ-চাওয়া আসবে ছুটে দখিন-হাওয়া,
হৃদয় আমার আকুল করে সুগন্ধধন লুটবে॥
আমার লজ্জা যাবে যখন পাব দেবার মতাে ধন,
যখন রূপ ধরিয়ে বিকশিবে প্রাণের আরাধন।
আমার বন্ধু যখন রাত্রিশেষে পরশ তারে করবে এসে,
ফুরিয়ে গিয়ে দলগুলি সব চরণে তার লুটবে॥

Aamar Sakol Knaata Dhonyo (আমার সকল কাঁটা ধন্য করে ফুটবে ফুল ফুটবে) - Rabindra Sangeet

Aamar Sakol Dukher Prodip (আমার সকল দুখের প্রদীপ জ্বেলে দিবস গেলে করব নিবেদন) - Rabindra Sangeet

Aamar Sakol Dukher Prodip (আমার সকল দুখের প্রদীপ জ্বেলে দিবস গেলে করব নিবেদন) - Rabindra Sangeet
Aamar Sakol Dukher Prodip (আমার সকল দুখের প্রদীপ জ্বেলে দিবস গেলে করব নিবেদন) - Rabindra Sangeet

আমার সকল দুখের প্রদীপ জ্বেলে দিবস গেলে করব নিবেদন-
আমার ব্যথার পূজা হয় নি সমাপন ॥
যখন বেলা-শেষের ছায়ায় পাখিরা যায় আপন কুলায়-মাঝে,
সন্ধ্যাপূজার ঘণ্টা যখন বাজে,
তখন আপন শেষ শিখাটি জ্বালবে এ জীবন-
আমার ব্যথার পূজা হবে সমাপন ॥
অনেক দিনের অনেক কথা, ব্যাকুলতা, বাঁধা বেদন-ডােরে,
মনের মাঝে উঠেছে আজ ভরে।
যখন পূজার হােমানলে উঠবে জ্বলে একে একে তারা,
আকাশ-পানে ছুটবে বাঁধন-হারা,
অস্তরবির ছবির সাথে মিলবে আয়োজন-
আমার ব্যথার পূজা হবে সমাপন ॥

Aamar Sakol Dukher Prodip (আমার সকল দুখের প্রদীপ জ্বেলে দিবস গেলে করব নিবেদন) - Rabindra Sangeet

Aamar Raat Pohalo Shaarodo (আমার রাত পােহালাে শারদ প্রাতে) - Rabindra Sangeet

Aamar Raat Pohalo Shaarodo (আমার রাত পােহালাে শারদ প্রাতে) - Rabindra Sangeet
Aamar Raat Pohalo Shaarodo (আমার রাত পােহালাে শারদ প্রাতে) - Rabindra Sangeet

আমার রাত পােহালাে শারদ প্রাতে।
বাঁশি, তােমায় দিয়ে যাব কাহার হাতে।
তােমার বুকে বাজল ধ্বনি
বিদায়গাথা, আগমনী, কত যে-
ফাল্গুনে শ্রাবণে, কত প্রভাতে রাতে ॥
যে কথা রয় প্রাণের ভিতর অগোচরে
গানে গানে নিয়েছিলে চুরি করে।
সময় যে তার হল গত
নিশিশেষের তারার মতাে-
শেষ করে দাও শিউলিফুলের মরণ-সাথে ॥

Aamar Raat Pohalo Shaarodo (আমার রাত পােহালাে শারদ প্রাতে) - Rabindra Sangeet

Aamar Priyar Chhaaya (আমার প্রিয়ার ছায়া) - Rabindra Sangeet

Aamar Priyar Chhaaya (আমার প্রিয়ার ছায়া) - Rabindra Sangeet
Aamar Priyar Chhaaya (আমার প্রিয়ার ছায়া) - Rabindra Sangeet

আমার প্রিয়ার ছায়া
আকাশে আজ ভাসে, হায় হায় !
বৃষ্টিসজল বিষন্ন নিশ্বাসে, হায় ॥
আমার প্রিয়া মেঘের ফাঁকে ফাঁকে
সন্ধ্যাতারায় লুকিয়ে দেখে কাকে,
সন্ধ্যাদীপের লুপ্ত আলাে স্মরণে তার আসে, হায় ॥
বারি-ঝরা বনের গন্ধ নিয়া
পরশ-হারা বরণমালা গাঁথে আমার প্রিয়া।
আমার প্রিয়া ঘন শ্রাবণধারায়
আকাশ ছেয়ে মনের কথা হারায়।
আমার প্রিয়ার আঁচল দোলে
নিবিড় বনের শ্যামল উচ্ছ্বাসে, হায় ॥

Aamar Priyar Chhaaya (আমার প্রিয়ার ছায়া) - Rabindra Sangeet

Aamar Praaner Maanus Aachhe (আমার প্রাণের মানুষ আছে প্রাণে) - Rabindra Sangeet

Aamar Praaner Maanus Aachhe (আমার প্রাণের মানুষ আছে প্রাণে) - Rabindra Sangeet
Aamar Praaner Maanus Aachhe (আমার প্রাণের মানুষ আছে প্রাণে) - Rabindra Sangeet

আমার প্রাণের মানুষ আছে প্রাণে
তাই হেরি তায় সকল খানে ॥
আছে সে নয়নতারায় আলােকধারায়, তাই না হারায়-
ওগাে তাই দেখি তায় যেথায় সেথায়
তাকাই আমি যে দিক-পানে ॥
আমি তার মুখের কথা শুনব ব'লে গেলাম কোথা,
শােনা হল না, হল না-
আজ ফিরে এসে নিজের দেশে এই-যে শুনি
শুনি তাহার বাণী আপন গানে ॥
কে তােরা খুঁজিস তারে কাঙাল-বেশে দ্বারে দ্বারে,
দেখা মেলে না মেলে না,-
তােরা আয় রে ধেয়ে দেখ্ রে চেয়ে আমার বুকে-
ওরে দেখ রে আমার দুই নয়ানে ॥

Aamar Praaner Maanus Aachhe (আমার প্রাণের মানুষ আছে প্রাণে) - Rabindra Sangeet

Aamar Praaner Maajhe Sudha (আমার প্রাণের মাঝে সুধা আছে, চাও কি) - Rabindra Sangeet

Aamar Praaner Maajhe Sudha (আমার প্রাণের মাঝে সুধা আছে, চাও কি) - Rabindra Sangeet
Aamar Praaner Maajhe Sudha (আমার প্রাণের মাঝে সুধা আছে, চাও কি) - Rabindra Sangeet

আমার প্রাণের মাঝে সুধা আছে, চাও কি-
হায় বুঝি তার খবর পেলে না।
পারিজাতের মধুর গন্ধ পাও কি-
হায় বুঝি তার নাগাল মেলে না॥
প্রেমের বাদল নামল, তুমি জানাে না হায় তাও কি।
আজ মেঘের ডাকে তােমার মনের ময়ূরকে নাচাও কি।
আমি সেতারেতে তার বেঁধেছি, আমি সুরলােকের সুর সেধেছি,
তারি তানে তানে মনে প্রাণে মিলিয়ে গলা গাও কি-
হায় আসরেতে বুঝি এলে না।
ডাক উঠেছে বারে বারে, তুমি সাড়া দাও কি!
আজ ঝুলনদিনে দোলন লাগে,তােমার পরান হেলে না॥

Aamar Praaner Maajhe Sudha (আমার প্রাণের মাঝে সুধা আছে, চাও কি) - Rabindra Sangeet

Aamaro Praane Gobhiro Gopano (আমার প্রাণে গভীর গােপন মহা-আপন সে কি) - Rabindra Sangeet

Aamaro Praane Gobhiro Gopano (আমার প্রাণে গভীর গােপন মহা-আপন সে কি) - Rabindra Sangeet
Aamaro Praane Gobhiro Gopano (আমার প্রাণে গভীর গােপন মহা-আপন সে কি) - Rabindra Sangeet

আমার প্রাণে গভীর গােপন মহা-আপন সে কি,
অন্ধকারে হঠাৎ তারে দেখি ॥
যবে দুর্দম ঝড়ে আগল খুলে পড়ে,
কার সে নয়ন-'পরে নয়ন যায় গো ঠেকি ॥
যখন আসে পরম লগন তখন গগন-মাঝে
তাহার ভেরী বাজে।
বিদ্যুত-উদ্ভাসে বেদনারই দূত আসে,
আমন্ত্রণের বাণী যায় হৃদয়ে লেখি ॥

Aamaro Praane Gobhiro Gopano (আমার প্রাণে গভীর গােপন মহা-আপন সে কি) - Rabindra Sangeet

Aamar Praan Je Byakulo (আমার প্রাণ যে ব্যাকুল হয়েছে) - Rabindra Sangeet

Aamar Praan Je Byakulo (আমার প্রাণ যে ব্যাকুল হয়েছে) - Rabindra Sangeet
Aamar Praan Je Byakulo (আমার প্রাণ যে ব্যাকুল হয়েছে) - Rabindra Sangeet

আমার প্রাণ যে ব্যাকুল হয়েছে-
হা তাত, একবার আয় রে !
ঘােরা রজনী, একাকী
কোথা রহিলে এ সময়ে!
প্রাণ যে চমকে মেঘগরজনে-
কী হবে কে জানে !

Aamar Praan Je Byakulo (আমার প্রাণ যে ব্যাকুল হয়েছে) - Rabindra Sangeet

Aamar Pathe Pathe Paathor (আমার পথে পথে পাথর ছড়ানাে) - Rabindra Sangeet

Aamar Pathe Pathe Paathor (আমার পথে পথে পাথর ছড়ানাে) - Rabindra Sangeet
Aamar Pathe Pathe Paathor (আমার পথে পথে পাথর ছড়ানাে) - Rabindra Sangeet

আমার পথে পথে পাথর ছড়ানাে।
তাই তাে তােমার বাণী বাজে ঝ্না-ঝরানো ॥
আমার বাঁশি তােমার হাতে ফুটোর পরে ফুটো তাতে-
তাই শুনি সুর এমন মধুর পরান-ভরানো॥
তােমার হাওয়া যখন জাগে আমার পালে বাধা লাগে-
এমন করে গায়ে প'ড়ে সাগর-তরানো।
ছাড়া পেলে একেবারে রথ কি তােমার চলতে পারে-
তােমার হাতে আমার ঘােড়া লাগাম-পরানাে ॥

Aamar Pathe Pathe Paathor (আমার পথে পথে পাথর ছড়ানাে) - Rabindra Sangeet

Aamar Paran Loye Ki Khela (আমার পরান লয়ে কী খেলা খেলাবে ওগাে) - Rabindra Sangeet

Aamar Paran Loye Ki Khela (আমার পরান লয়ে কী খেলা খেলাবে ওগাে) - Rabindra Sangeet
Aamar Paran Loye Ki Khela (আমার পরান লয়ে কী খেলা খেলাবে ওগাে) - Rabindra Sangeet

আমার পরান লয়ে কী খেলা খেলাবে ওগাে
পরানপ্রিয়
কোথা হতে ভেসে কূলে লেগেছে চরণমূলে
তুলে দেখিয়াে ॥
এ নহে গাে তৃণদল, ভেসে আসা ফুলফল-
এ যে ব্যথাভরা মন মনে রাখিয়ো ॥
কেন আসে কেন যায় কেহ না জানে।
কে আসে কাহার পাশে কিসের টানে।
রাখ যদি ভালােবেসে চিরপ্রাণ পাইবে সে,
ফেলে যদি যাও তবে বাঁচিবে কি ও ॥

Aamar Paran Loye Ki Khela (আমার পরান লয়ে কী খেলা খেলাবে ওগাে) - Rabindra Sangeet

Aamar Nishithoraater Baadolodhaara (আমার নিশীথরাতের বাদলধারা, এসাে হে গােপনে) - Rabindra Sangeet

Aamar Nishithoraater Baadolodhaara (আমার নিশীথরাতের বাদলধারা, এসাে হে গােপনে) - Rabindra Sangeet
Aamar Nishithoraater Baadolodhaara (আমার নিশীথরাতের বাদলধারা, এসাে হে গােপনে) - Rabindra Sangeet

আমার নিশীথরাতের বাদলধারা, এসাে হে গােপনে
আমার স্বপনলােকে দিশাহারা ॥
ওগাে অন্ধকারের অন্তরধন, দাও ঢেকে মোর পরান মন-
আমি চাই নে তপন, চাই নে তারা॥
যখন সবাই মগন ঘুমের ঘোরে নিয়ো গাে, নিয়াে গাে,
আমার ঘুম নিয়াে গাে হরণ করে।
একলা ঘরে চুপে চুপে এসাে কেবল সুরের রূপে-
দিয়াে গাে, দিয়াে গাে,
আমার চোখের জলের দিয়াে সাড়া ॥

Aamar Nishithoraater Baadolodhaara (আমার নিশীথরাতের বাদলধারা, এসাে হে গােপনে) - Rabindra Sangeet

Aamar Nikoriya-Raser Rosik (আমার নিকড়িয়া-রসের রসিক কানন ঘুরে ঘুরে) - Rabindra Sangeet

Aamar Nikoriya-Raser Rosik (আমার নিকড়িয়া-রসের রসিক কানন ঘুরে ঘুরে) - Rabindra Sangeet
Aamar Nikoriya-Raser Rosik (আমার নিকড়িয়া-রসের রসিক কানন ঘুরে ঘুরে) - Rabindra Sangeet

আমার নিকড়িয়া-রসের রসিক কানন ঘুরে ঘুরে
নিকড়িয়া বাঁশের বাঁশি বাজায় মােহন সুরে।
আমার ঘর বলে, 'তুই কোথায় যাবি, বাইরে গিয়ে সব খােয়াবি!
আমার প্রাণ বলে, 'তাের যা আছে সব যাক্-না উড়ে পুড়ে।
ওগাে, যায় যদি তাে যাক্-না চুকে, সব হারাব হাসিমুখে-
আমি এই চলেছি মরণসুধা নিতে পরান পূরে।
ওগো, আপন যারা কাছে টানে এ রস তারা কেই বা জানে-
আমার বাঁকা পথের বাঁকা সে যে ডাক দিয়েছে দূরে।
এবার বাঁকার টানে সােজার বােঝা পড়ুক ভেঙে-চুরে ॥

Aamar Nikoriya-Raser Rosik (আমার নিকড়িয়া-রসের রসিক কানন ঘুরে ঘুরে) - Rabindra Sangeet

Aamar Nikhilo Bhuban (আমার নিখিল ভুবন হারালেম আমি যে) - Rabindra Sangeet

Aamar Nikhilo Bhuban (আমার নিখিল ভুবন হারালেম আমি যে) - Rabindra Sangeet
Aamar Nikhilo Bhuban (আমার নিখিল ভুবন হারালেম আমি যে) - Rabindra Sangeet

আমার নিখিল ভুবন হারালেম আমি যে।
বিশ্ববীণায় রাগিণী যায় থামি যে ॥
গৃহহারা হৃদয় হায় আলােহারা পথে ধায় -
গহন তিমিরগুহাতলে যাই নামি যে ॥
তােমারি নয়নে সন্ধ্যাতারার আলো,
আমার পথের অন্ধকারে জ্বালো জ্বালো।
মরীচিকার পিছে পিছে তৃষ্ণাতপ্ত প্রহর কেটেছে মিছে,
দিন-অবসানে তােমারি হৃদয়ে
শ্রান্ত-পান্থ অমৃততীর্থগামী যে ॥

Aamar Nikhilo Bhuban (আমার নিখিল ভুবন হারালেম আমি যে) - Rabindra Sangeet

Aamar Nayon Tomar Nayontale (আমার নয়ন তােমার নয়নতলে মনের কথা খোঁজে) - Rabindra Sangeet

Aamar Nayon Tomar Nayontale (আমার নয়ন তােমার নয়নতলে মনের কথা খোঁজে) - Rabindra Sangeet
Aamar Nayon Tomar Nayontale (আমার নয়ন তােমার নয়নতলে মনের কথা খোঁজে) - Rabindra Sangeet

আমার নয়ন তােমার নয়নতলে মনের কথা খোঁজে,
সেথায় কালাে ছায়ার মায়ার ঘোরে পথ হারালাে ও যে ॥
নীরব দিঠে শুধায় যত পায় না সাড়া মনের মতাে,
অবুঝ হয়ে রয় সে চেয়ে অশ্রুধারায় ম'জে ॥
তুমি আমার কথার আভাখানি পেয়েছ কি মনে।
এই-যে আমি মালা আনি,তার বাণী কেউ শােনে ?
পথ দিয়ে যাই, যেতে যেতে হাওয়ায় ব্যথা দিই যে পেতে-
বাঁশি বিছায় বিষাদ-ছায়া তার ভাষা কেউ বোঝে ॥

Aamar Nayon Tomar Nayontale (আমার নয়ন তােমার নয়নতলে মনের কথা খোঁজে) - Rabindra Sangeet

Aamar Nayon Tabo Nayoner (আমার নয়ন তব নয়নের নিবিড় ছায়ায়) - Rabindra Sangeet

Aamar Nayon Tabo Nayoner (আমার নয়ন তব নয়নের নিবিড় ছায়ায়) - Rabindra Sangeet
Aamar Nayon Tabo Nayoner (আমার নয়ন তব নয়নের নিবিড় ছায়ায়) - Rabindra Sangeet

আমার নয়ন তব নয়নের নিবিড় ছায়ায়
মনের কথার কুসুমকোরক খোঁজে
সেথায় কখন অগম গােপন গহন মায়ায়
পথ হারাইল ও যে ॥
আতুর দিঠিতে শুধায় সে নীরবেরে-
নিভৃত বাণীর সন্ধান নাই যে রে;
অজানার মাঝে অবুঝের মতাে ফেরে
অশ্রুধারায় মজে ॥
আমার হৃদয়ে যে কথা লুকানাে তার আভাষণ
ফেলে কভু ছায়া তােমার হৃদয়তলে ?
দুয়ারে এঁকেছি রক্ত রেখায় পদ্ম-আসন,
সে তােমারে কিছু বলে ?
তব কুঞ্জের পথ দিয়ে যেতে যেতে
বাতাসে বাতাসে ব্যথা দিই মাের পেতে-
বাঁশি কী আশায় ভাষা দেয় আকাশেতে
সে কি কেহ নাহি বােঝে ॥

Aamar Nayon Tabo Nayoner (আমার নয়ন তব নয়নের নিবিড় ছায়ায়) - Rabindra Sangeet

Pisces Horoscope for June 07, 2024 - Friday

TODAY'S TIPS FOR PISCES ZODIAC SIGN (June 07, 2024) Pisces Zodiac Sign for Friday Pisces Horoscope for Friday Personal: ...

Popular Posts