![]() |
Aajke More Bolo Na (আজকে মােরে বােলাে না কাজ করতে) - Rabindra Sangeet |
আজকে মােরে বােলাে না কাজ করতে,
যাব আমি দেখাশােনার নেপথ্যে আজ সরতে
ক্ষণিক মরণ মরতে ॥
অচিন কূলে পাড়ি দেব, আলােকলোকে জন্ম নেব,
মরণরসে অলখঝােরায় প্রাণের কলস ভরতে ॥
অনেক কালের কান্নাহাসির ছায়া
ধরুক সাঁঝের রঙিন মেঘের মায়া।
আজকে নাহয় একটি বেলা ছাড়ব মাটির দেহের খেলা,
গানের দেশে যাব উড়ে সুরের দেহ ধরতে ॥